বিষাক্ত স্যালাইনের জেরে রোগীর মৃত্যু , উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চরম ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক শংকর ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: এভাবে আর কতদিন চলবে? এইভাবে তো শেষ হয়ে যাবে সবকিছু। বিষাক্ত স্যালাইনে মৃত্যুর ঘটনা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে এইভাবে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি জানান গরিব এবং অসহায় মানুষদের নিয়ে খেলায় নেমেছে রাজ্য সরকার , টাকা নয় ছয়। গরিব মানুষ বোঝে না কিছুই, তারা শুধু প্রয়োজনীয় পরিষেবাটুকু চায় যাতে তারা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। কিন্তু কোথায় কি? বিষ ছড়িয়ে গেছে সব জায়গায।

বিধায়ক শংকর ঘোষ এদিন আরও জানান চিকিৎসা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। আর কোন সম্ভাবনা নেই, এই সরকার চলে গেলেই সম্ভাবনা তৈরি হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আজকে অবস্থান বিক্ষোভ দেখিয়ে বিধায়ক শংকর ঘোষ জানান এইভাবে চলতে যাওয়া যাবেনা, মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে। টাকার কারণে মৃত্যু একের পর এক, এক প্রসূতির মৃত্যু হয়েছে, তার পরিজনের অবস্থা যে চরম খারাপ পর্যায়ে চলে গেছে কে তার জবাব দেবে? স্যালাইনে দুর্নীতি রাজ্য সরকারের কাছে অন্যতম লজ্জার বিষয়। আমাদের লজ্জা, কোন আমলে আমরা বাস করছি? এইভাবে চলতে দেওয়া যাবে না, আমাদের বিক্ষোভ আমরা ছড়িয়ে দেবো গোটা রাজ্যে। গরিব মানুষ হাসপাতাল এবং মেডিকেলের উপরের নির্ভর করে থাকেন তাদের কি হবে? কে দেখবে তাদের? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতেই হবে।

এদিন বিজেপি বিধায়কের সাথে ছিলেন সদস্য এবং সমর্থকেরা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি আরো জানান, একের পর এক মৃত্যু হচ্ছে, মুখ্যমন্ত্রী কোন উত্তর দিচ্ছেন না? কেন দিচ্ছেন না তিনি জানেন, আমরা কিন্তু এর জবাব নিয়েই ছাড়বো, এদিন এমনটাই জানালেন শংকর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *