বৃষ্টির কারণে শহর শিলিগুড়িতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে দূর্গা পূজার মণ্ডপ গুলির কাজ
শিলিগুড়ি : বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে দূর্গা পূজার মণ্ডপ গুলির নির্মাণ কাজ । পুজো আসতে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন বাকি। কাজ শুরু হয়ে গেছে শিলিগুড়ির প্রায় ৯০ শতাংশ প্যান্ডেলের। কিন্তু মাঝে মাঝেই চরম ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। আষাঢ় মাস এবং শ্রাবণের পর ভাদ্র মাসে মেঘ যেন অনেকটাই বাড়ছে। রাত থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে। এদিকে বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিজে গেছে পুজো প্যান্ডেল গুলি। দুর্গাপুজোর আগে আছে গনেশ পুজো, প্যান্ডেল প্রায় একশো শতাংশই তৈরি হয়ে গেছে। বৃষ্টি ব্যাঘাত ঘটাচ্ছে সেই প্যান্ডেল গুলিকেও।

যারা প্যান্ডেল তৈরি করছেন তারাও জানিয়েছেন এইভাবে যদি দিনের পর দিন বৃষ্টি হয় প্যান্ডেল প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমরা অসুবিধার মধ্যে পড়ছি। বৃষ্টির কারণে বাঁশ ভিজে যাওয়ায় প্যানন্ডেল তৈরি করতে সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে। তাই উদ্যোক্তারা সারাদিন প্যান্ডেল তৈরি করার পর রাতে প্যান্ডেল ট্রিপল দিয়ে ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন। আবার আবহাওয়াবিদরা জানিয়েছেন এখন বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কাজেই চিন্তা হওয়ারই কথা উদ্যোক্তাদের। অনেকেই জানিয়েছেন একের পর এক পুজো এসে গেছে তাই আমাদের অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে প্যান্ডেল করতে। প্যান্ডেল তৈরি হচ্ছে যাও বা বৃষ্টি এসে অনেকটাই মাটি করে দিচ্ছে সবকিছু। বিশেষ করে দুর্গাপূজার সময় মাথায় চিন্তার ভাঁজ অনেকটাই বেড়েছে।