বেসামাল আবহাওয়া শিলিগুড়িতে, অবশেষে তাপমাত্রা নেমে গেলো অনেকটাই
শিলিগুড়ি : কয়েকদিন ধরে প্রচন্ড গরমের পর আচমকাই আবহাওয়া একেবারেই পরিবর্তন হয়ে গেলো শিলিগুড়িতে। প্রচন্ড গরমের পর দুদিন ধরে রাতে শুরু হয় বৃষ্টি, আর বৃষ্টির ফলে অনেকটাই কমে যায় শিলিগুড়ির তাপমাত্রা। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগামী কয়েক দিন শিলিগুড়িতে হালকা থেকে ভারী, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

শিলিগুড়ি এমনি আবহাওয়া পরিবর্তনের জন্য বিখ্যাত, হঠাৎ করে কোনদিন ফ্যাক্টরি গরম তাপমাত্রা ৩৮ থেকে ৩৯° আবার একটু বৃষ্টি হলে তাপমাত্রা নেমে চলে যায় কুড়ি ডিগ্রির নিচে। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি, বৈশাখ মাসের শেষের দিকে সেভাবে কালবৈশাখীর দেখা এখনো পাওয়া যায়নি শিলিগুড়িতে, এই কারণে হয়তো গরমের দাপট এতটা। তবে দুদিন ধরে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, এসির বদলে কম্বল লাগছে, এরকমই ব্যতিক্রমী শহরে পরিণত হয়েছে শিলিগুড়ি, হ্যাঁ বিশেষ করে আবহাওয়ার দিক থেকে। আবহাওয়া দপ্তরের থেকে এও জানানো হয় আগামী কয়েক দিন বৃষ্টিপাত হবে শিলিগুড়িতে, আর তাপমাত্রাও নামবে।