ব্যাপক উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, অবশেষে পদত্যাগ করলেন ডিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পড়ুয়া দের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন উত্তর বঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং সহকারী ডিন সুদীপ্ত শীল। বহুদিন ধরে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আনছিলেন পড়ুয়ার। ডিন এবং মেয়র কে ঘিরে রাখেন পড়ুয়ারা, মেয়রকে প্রায় দেড় ঘন্টা আটকে রাখেন পড়ুয়ার। পড়ুয়ারা মেয়র কে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ দুর্নীতিতে ভরে গেছে, ডিন তার কাজ ঠিকভাবে কি করছেন না। পরীক্ষা নকলের মদত দেওয়া, ফী নিয়ে অনিয়ম ছাড়া বিভিন্ন অভিযোগ উঠছে। গত তিন মাস ধরে বিভিন্নভাবে আবেদন করেও ফল হয়নি বলে জানিয়েছেন পড়ুয়ার। তারা মেয়রকেও জানিয়েছেন মেডিকেল কলেজের নিয়ম বলতে কিছুই নাই, দিন রাতে নিরাপত্তা ব্যবস্থাও সেকেলে, কোন অঘটন যদি ঘটে যায় তবে তার জন্য কে দায়ী থাকবেন?

ছাত্রীরা এও জানিয়েছেন মেয়র কে আরজি করার এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন হেললোড নেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কর্তৃপক্ষের, নতুন ছাত্র-ছাত্রী যারা আছেন যারা হোস্টেলে থাকেন অবস্থা দেখে তারা হোস্টেল ছেড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকবার কথা ভাবছেন। কবে কখন কি ঘটে যাবে সেই আশঙ্কায় ভুগছেন সবাই। মেয়র ব্যাপারটা দেখছেন বলে আশ্বাস দিলেও, মানতে চাচ্ছেন না পড়ুয়ারা।

এদিকে পড়ুয়াদের দাবি এত বড় একটা মেডিকেল কলেজে নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই নেই, ছাত্র-ছাত্রীরা পড়াশোনা নিয়ে কোন সুবিধাই পাচ্ছেন না, টাকার বিনিময়ে সবকিছু করতে হচ্ছে তাদের, গত ছয় মাস ধরে দেখছি, ডিন শুধু দেখবোই বলে আসছেন, তাই তাদের দাবি আপাতত অনির্দিষ্টকালের জন্য ডিন সরে যান তারপরে আমরা চিন্তা করব। মেয়র জানান বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমি আবার আসবো আমি আমার মতামত দেব।

বেস্ট কলকাতা নিউজ : ব্যাপক উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, অবশেষে পদত্যাগ করলেন ডিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *