ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০তম জন্মমহোৎসব উপলক্ষে “রামকৃষ্ণ মেলার” আয়োজন করা হলো শিলিগুড়ির সেবক রোড ক্যাম্পাসে
শিলিগুড়ি : ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০তম জন্মমহোৎসব উপলক্ষে “রামকৃষ্ণ মেলার” আয়োজন করা হলো আজকে শিলিগুড়ির শিলিগুড়ির সেবক রোড ক্যাম্পাসে। এদিন সেবক রোড ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্ম মহোৎসব আমাদের মধ্যে এক নতুন উৎসাহর সূচনা করে। ঠাকুর আমাদের শিখিয়েছেন কিভাবে সহজ সরল জীবনযাপন করে মানুষকে কাছে টানতে হয়। তিনি কোন কঠিন নির্দেশ দেননি আমাদের। তিনি বলেছেন আমাদের মানুষকে ভালবাসতে , আর এবং সারদামার কথা যেন আমাদের কাছে অমূল্য সম্পদ। আজকে তার জন্ম দিবস তাকে সহস্র প্রণাম করি । তার জীবনের কথা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় । ভবিষ্যতে নতুন আধুনিক পথে চলতে গিয়ে তার বাণী যে আমাদের অনেক অনেক কাজে লাগবে এটা আমরা অনুভব করতে পারি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং মা কালী কে দেখেছিলেন । তিনি ভগবানকে পেয়েছিলেন , সবাইকে বলেছেন তিনি মানুষের সেবা করতে , এটা তিনি স্বামী বিবেকানন্দকেও শিখিয়ে গিয়েছিলেন। আমাদের কাছে তার কথা এবং তার বাণী ভবিষ্যতের রাস্তা করে দেওয়ার জন্য এক অদ্ভুত আদর্শ।
