ভারত চরম নাস্তানাবুদ করছে পাকিস্তানকে, মিষ্টি বিতরণ করা হল ফুলবাড়ি ব্যাটেলিয়ানের তরফ থেকে
নিজস্ব সংবাদদাতা : ভারতের কাছে ক্রমশ ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে পাকিস্তান, এদিন সেই আনন্দে মিষ্টি বিতরণ করা হলো ফুলবাড়ী ব্যাটেলিয়নের তরফ থেকে। জানা গেছে এদিন সকাল থেকেই মিষ্টি বিতরণ শুরু হয়। রাতে ভারতের পরাক্রমের কাছে একেবারে মাথা নিচু করে দেয় পাকিস্তান। এমনকি ধ্বংস হয়ে তাদের অনেক শহরও। একের পর এক আক্রমণের যোগ্য বদলা দিয়ে ভারত পাকিস্তান কে বুঝিয়েও দিয়েছে ভারত কতটা শক্তিশালী। এদিন সকালে প্রথমে ভারতের জাতীয় পতাকা এবং পরে মিষ্টি আসে। যারা মিষ্টি বিতরণ করছিলেন তারা জানান এই আনন্দ আমাদের ১৫০ কোটি ভারতবাসীর। তাই আজ মিষ্টি বিতরণ করা হচ্ছে, পাকিস্তান উচিত শিক্ষা পেল। এরপরে ভারতের পিছনে লাগতে গেলে, ওদের চার-পাঁচবার ভাবতে হবে। আজকে যা হলো আগামীতে এর থেকেও বড় আঘাত আসবে পাকিস্তানের উপরে , যদি না পাকিস্তান তাদের নিজেদের ভুল বুঝতে পারে।
