মাধ্যমিকে সফল মিনাখাঁর দু’ফুট উচ্চতার মনিরা, বাবা টানেন ভ্যানরিকশা, মা কাজ করেন পরিচারিকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অসুস্থ এক প্রকার জন্ম লগ্ন থেকেই। উচ্চতা সর্ব সাকুল্যে মাত্র দু’ফুট। শয্যাশায়ী। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের মনিরা খাতুন কোনো রকম ভাবে পড়াশোনা বন্ধ করেননি সেই অবস্থাতেও। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে উমফানে ঘরের চাল উড়ে যাওয়ার পরেও এখনও তা সম্ভব হয়নি পুরোপুরি মেরামত করা। কিন্তু মনিরাকে থামানো যায়নি কোনো রকম ভাবে। সে উত্তীর্ণ হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষায়।

মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালিয়ারি গ্রামে থাকেন বছর ষোলোর মনিরা খাতুন। সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল স্থানীয় ধুতুরদহ কল্যাণ পরিষদ বিদ্যালয় থেকে। বামনপুকুর এসএমএম হাইস্কুল ছিল তার পরীক্ষা কেন্দ্র। পেশায় ভ্যানচালক তার বাবা মুক্তার আলি মোল্লা। মা আখলিমা বিবি পরিচারিকার কাজ করেন কয়েকটি বাড়িতে। শারীরিক ভাবে প্রতিবন্ধী দরিদ্র পরিবারের দুই ছেলেমেয়েই। মাত্র দু’ফুট মনিরার শারীরিক দৈর্ঘ্য। এমনকি ঠিকমতো চলাফেরা করতে পারে না ছেলে আশিকুলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *