মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার ঐকান্তিক উদ্যোগে কর্মাতীর্থ হাট শুরু হল শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার ঐকান্তিক উদ্যোগে ৭৮লক্ষ টাকা ব্যয়ে ১নং ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙ্গল সাফারির সামনে ১৪টি স্টল বিশিষ্ট “কর্মতীর্থ হাট”-র শুভ উদ্বোধনী অনুষ্ঠান এর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান এই কর্মতীর্থ হাট মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমি সমস্ত মহিলাদের কাছে আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন, আপনাদের জন্য অনেক অনেক চিন্তা করছে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তিনি আরো জানান আগামীদিনে মহিলাদের জন্য রাজ্য সরকার নতুন নতুন চিন্তা করছে যেটা প্রচন্ড কাজে দেবে। হাতের কাজের অনেক অনেক নতুন ভান্ডার এসেছে এখানে এমনটাই জানালেন তিনি।


