মানুষকে বিজ্ঞানমনস্ক করতে এক উদ্যোগ নেওয়া হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে
শিলিগুড়ি : মানুষকে বিজ্ঞানমনস্ক করতে এক উদ্যোগ নেওয়া হলো। শিলিগুড়ির চিলড্রেন পার্ক থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এক মিছিল বের করা হয়। যার উদ্দেশ্য ছিল মূলত মানুষকে সামাজিকভাবে সচেতন করা,মানুষের মধ্য সৃজনশীলতা তৈরি করা। গাছ লাগানো যার মধ্যে অন্যতম প্রধান উদ্যোগ বলেও এদিন জানানো হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। মানুষকে সচেতন করা, শিক্ষিত সমাজ তৈরি করাও আরেকটি বড় উদ্যোগ বলে জানা গেছে বিজ্ঞান মঞ্চের তরফে। বিজ্ঞান মঞ্চের কর্মীরা জানান মানুষ যেভাবে অন্ধ বিশ্বাসের দিকে ছুটে চলেছে সেদিক থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে। আজকে বিজ্ঞানী অক্ষয় কুমার দত্তের জন্মদিন এই উপলক্ষে আজকে বিশেষ এই উদ্যোগ নেওয়া হলো বিজ্ঞান মঞ্চের তরফ থেকে।
