মুখ্যমন্ত্রীর মন্তব্যই সার, অভিযোগ সরকারি জলাশয় দখল করেই বিল্ডিং নির্মাণের ,অবশেষে নামল কেন্দ্রীয় বাহিনী
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাই সার! এবার সরকারি জলাজমিই দখলের অভিযোগ উঠল। সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়া এলাকায়। পরিস্থিতি নিয়ন্তনে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী । আপাতত থমথমে পরিবেশ গোটা এলাকায় । জানা গিয়েছে, হাওড়া আমতা রেললাইনে পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় ১০০ বিঘা সরকারি জলাজমি রয়েছে । যার ৩০ শতাংশ বাঁকড়া পঞ্চায়েত অঞ্চল ও বাকি ৭০শতাংশ হাওড়া পৌরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের অধীনে । অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জলা জমি ভরাটে কাজ করছে একদল জমি মাফিয়া ।
গ্রামবাসীরা প্রতিবাদ করলে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল । তবে সম্প্রতি টিন দিয়ে ঘিরে আবারও তা ভরাটের কাজ শুরু হয় । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনও কাজ না হওয়ায় নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডোমজুড় থানা থেকে আসে বিশাল বাহিনী। যায় কেন্দ্রীয় বাহিনীও ।