মুখ্যমন্ত্রী সমালোচনা কারীদের মুখে চুনকালি মাখিয়ে দিলেন, মন্তব্য জেলা সভাপতির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা ওনার কাছে সন্তানের মত। উনি জানেন কিভাবে কার মন ভাঙ্গাতে হয়। কার অভিমান ভাঙাতে হয়। আজকে আর জি করের পরে ডাক্তারদের প্রতিবাদকে নিয়ে যে প্রহসন শুরু হল তার বলি বলি হল নিরাপরাধ ২৭ জন। তাদের এবং তাদের পরিবারের দোষ কি ছিল? আজকে কেউ অসুস্থ হলে আমরা সংকোচ বোধ করি কোথায় নিয়ে যাব? যদি টাকা থাকে তো ভালো কথা আর যদি টাকা না থাকে কোথায় যাবো আমরা? জুনিয়ার ডাক্তারেরা যে আন্দোলন করছেন যে কারণে আন্দোলন করছেন সেটা নিয়ে বলবার কিছু নেই। কিন্তু তাদের এই আন্দোলনের কারণে যে ২৭টি নিরাপরা প্রান গেল তার দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক তিনি ভালো মন্দ সব বুঝতে পারেন, তিনি জানেন কোথা থেকে কি হবে ? আমাদের সবাইকে মেনে নিতে হবে এই অবস্থা। মুখ্যমন্ত্রীকে যারা বিদ্রুপ ঘোষণা করলেন তাদের এই কথাকে আমরা মেনে চলতে পারব না। আমরা ভাবি মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করেন? উনি তার প্রমাণ আজ দিয়ে দিলেন , সিপিএম এবং বিজেপির সমালোচনা মাটিতে মিশিয়ে দিলেন।

জেলা সভাপতি আরো জানান কারো সমালোচনা করে কোন কিছুর অন্য দিক পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন তিনি সবার ঊর্ধ্বে। আরজিকর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর করা কাজগুলি কতখানি সফল হবে তা ভবিষ্যৎ বলে দেবে। আমাদের কাজ আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা।, আজকে যেই হাসপাতাল এবং মেডিকেল কলেজের ডাক্তাররা কর্ম বিরতিতে আছেন মুখ্যমন্ত্রী তাদের ভাই বলে সম্বোধন করে অনুরোধ করেছেন কাজে ফিরতে। এটাই বা ক’জন করেন, সমালোচনা করলেই হয় না। সমালোচনার থেকে বের হয়ে আসতে হয়, আজকে মুখ্যমন্ত্রী তা দেখিয়ে দিলেন। উনি যে মানুষের পাশে থাকেন মানুষের সাথে মিশেন আজকের ঘটনা তার প্রমাণ। জানালেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *