মেট্রোয় নীল-সাদা রং করে ভাবছেন ইলেকশান জিতে যাবেন, এমনি অভিযোগ তুললেন দিলীপ ঘোষ
মেট্রোর পিলারে নীল-সাদা রং করতে চাইছে কলকাতা পুরসভা। সেই মর্মে কলকাতা পুরসভার তরফে একটি চিঠিও লেখা হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। তারপর মেট্রোর নীল-সাদা রং নিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানালেন, আর নীল-সাদা রং করে ভোটে জিততে পারবে না তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শুধু তৃণমূলকে নীল-সাদা কটাক্ষ করেই ক্ষান্ত থাকেননি, তিনি তৃণমূলের বিরুদ্ধে ছুড়ে দিয়েছেন মারাত্মক অভিযোগ। রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মেট্রোর পিলার নীল-সাদা করে আর কিছু হবে হবে না। নীল-সাদা রং করে ভাবছেন ইলেকশান জিতে যাবেন, তা আর হবে না। দিলীপ ঘোষ বলেন, আর কিছু করার নেই। নীল সাদা রং করে আর জেতা যাবে না। এখানে বিমানবন্দরের পাঁচিলের রং নীল-সাদা হয়ে যায়। মেট্রোর পিলার নীল-সাদা করার চিঠি দেওয়া হয়। তাঁর অভিযোগ, যে সমস্ত ঠিকাদাররা কাজ করেন, তাঁরা নীল-সাদা রং করতে বাধ্য হন। কারণ তাঁরাই রাজ্য সরকারের কাজ করেন।