“মেয়র কে বলো ” এবারে পা দিলো ১০০ এপিসোডে, এই কৃতিত্ব শিলিগুড়ির মানুষের , এমনটাই জানালেন মেয়র
শিলিগুড়ি : ” মেয়র কে বল ” এবারে পড়ল ১০০ তম এপিসোডে। এক অনন্য কৃতিত্ব। কি বলছেন মেয়র? মেয়র জানান ভালো লাগছে আমার, মানুষের কল্যাণের জন্য একটা জিনিস মাথায় এসেছিল, ভালো লাগছে সেটা একশতম এপিসোডে পা দিলো। শিলিগুড়ির মানুষ এর জন্য কৃতিত্ব দাবি করতেই পারেন, কারণ তারা যদি আমাকে সমর্থন না করতেন, আমি কোনভাবেই ১০০ এপিসোডে আসতে পারতাম না ,বা আমার মধ্যে সেই উৎসাহটাও থাকত না।
মেয়র এদিন আরও জানান এই ১০০ এপিসোড এর মধ্যে, নানান ভাবে মানুষ নানা জায়গা থেকে আমাকে ফোন করেছেন, এবং তাদের সমস্যা সমাধানের জন্য অনুরোধও করেছিলেন। আমি চেষ্টা করেছি, তাদের সেই অনুরোধ রাখার, এবং তার সমাধান করার। কোনটা হয়েছে কোনটা হয়তো হয়নি, তবে আমার ভাবতে ভালো লাগছে, এই করে করে একশতম এপিসোডে আমি চলে গেলাম। মানুষের আশীর্বাদ না থাকলে কিভাবে হয় এটা?মেয়র এদিন এও বলেন শিলিগুড়ি মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভাবেন, এবং মানুষের জন্য চিন্তা করেন, আর আমার এই একশতম এপিসোডের সাফল্য এসেছে তারই অনুপ্রেরণায় এদিন এমনটাই জানালেন গৌতম দেব। এদিন তিনি এও জানান আমি এইভাবে এগিয়ে যেতে চাই, দেখা যাক কি হয়।