মেরামতির ৪৮ ঘণ্টার মধ্য আবার ফের ধস নামলো জাতীয় সড়কে, চরম সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : মেরামত করার পরে আবার ধস। ন্যাশনাল হাইওয়ের অবস্থা ভয়ানক। প্রবল বৃষ্টিতে কাজ করা যাচ্ছে ঠিকই তবে সেটা থাকছেনা। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং সেনাবাহিনীর জাওয়ানদের অক্লান্ত চেষ্টায় রাস্তার ঠিক করা হচ্ছে বটে তবে সেটা ক্ষণিকের, সেনাবাহিনীর দেওয়ানরা জানিয়েছেন এইভাবে রাস্তায় যদি চলাচল করা হয় যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কারণ মেরামতির কাজ দুপুর দুটো আড়াইটার পর আর করা যাচ্ছে না। বেশিরভাগ ট্রাক এবং ভারী গাড়িগুলি দুপুরের পরই চলাফেরা করে বেশি, সেখানেই সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে যদিও বা কাজ করে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, আবার বৃষ্টির কারণে সেই রাস্তা সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। জানা গেছে আগামী কিছুদিন ওই রাস্তা দিয়ে কোন যান চলাচল করার অনুমতি দিচ্ছে না সেনাবাহিনী। আবহাওয়া একেবারে প্রতিকূল হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না। এমনকি এক সপ্তাহ পুরোপুরি যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে চলেছে সেনাবাহিনী। রাস্তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় মানুষদেরও তারা আসতে নিষেধ করছে।