যত দিন যাচ্ছে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে কোচবিহারের বিখ্যাত রাসমেলা
কোচবিহার : যত দিন যাচ্ছে আকর্ষণীয় হয়ে উঠছে কোচবিহারের রাসমেলা। বিখ্যাত এই রাসমেলা দেখতে শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে নয়, দক্ষিণবঙ্গ এমনকি সারা ভারত থেকে লোক আছে যারা কোচবিহারের রাস মেলা দেখতে আসতে পছন্দ করেন। শিলিগুড়ি থেকেও প্রচুর মানুষ যান এই রাস মেলাতে। বিভিন্ন রকমের এবং বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় এই রাস মেলাতে। রাস মেলা দেখা অন্যতম পুণ্যের কাজ বলে মনে করেন সাধারণ মানুষ। তবে এবার ভিড় আগের চাইতে অনেকটাই বেশি, রাস মেলাতে। মানুষ যেন জীবন উৎসাহে চলে এসেছেন এই রাস মেলাতে। রাসমালা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ, প্রচুর পর্যটক এই সময় কোচবিহারের রাস মেলা দেখতে আসেন। সবেমাত্র শুরু হয়েছে অনেকটাই পথ বাকি। রাস মেলায় ভিড় আরো বাড়বে আশা করছেন বাইরে থেকে আসা দোকানদারেরা। তারা জানিয়েছেন এবার এই মেলা আমাদের হতাশ করবে না। ভগবানের ভরসায় আছি।


