রান ওয়েতে আটকে গেল মালবাহী বিমান, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাগডোগরাতে
নিজস্ব সংবাদদাতা : রান ওয়েতে আটকে গেল মালবাহী বিমান। হঠাৎ করে বিমান আটকে যাওয়ায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাগডোগরা এয়ারপোর্টে । হুড়োহুড়ি লেগে যায় কর্মীদের মধ্যেও । এর ফলে আটকে যায় বহু উড়ান। সকালেই উড়ান আটকে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। অবশেষে বাগডোগরা বিমান বন্দর কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেয়।এদিকে এদিন অনেকেই খোঁজ করতে শুরু করে দেন ফ্লাইট কখন ছাড়বে? বা আদৌ ছাড়বে কিনা। অবশেষে এদিন ফের বিমান চলাচল শুরু হওয়ায় হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা।
