রেলফটকে সাবওয়ের জন্য বরাদ্দ হল ১১ কোটি টাকা , খুশির হাওয়া বিষ্ণুপুরের ২০ গ্রামের বাসিন্দাদের মধ্যে
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বিষ্ণুপুরে রেলফটকে সাবওয়ের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। রেলকে দেওয়া পরিবহণ মন্ত্রকের ওই চিঠি হাতে পেতেই ভীষণ খুশি কুসুমবনীর বাসিন্দারা। তার কারণ বিষ্ণুপুরে রেল ফটকে লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রায় দু’বছর আগে ওই গ্রামের বাসিন্দারাই সাবওয়ে তৈরির দাবিতে প্রথম আন্দোলনে নামেন। পরে দ্বাদশবাড়ি, কাঁটাবাড়ি, যমুনাবাঁধ কলোনি সহ অন্তত ২০টি গ্রামের বাসিন্দারা আন্দোলনে শামিল হন। অর্থ বরাদ্দ হওয়ার খবরে তাঁরা ভীষণ খুশি।

আন্দোলনকারী ভিক্টর বাউরি বলেন, সাবওয়ের জন্য আমরা কোনওরকম রাজনীতি চাইনি। সমস্যার সমাধানের জন্য রেলের কাছে আমরা বহুবার দরবার করেছি। রাস্তা অবরোধ থেকে শুরু করে স্টেশনে বিক্ষোভ আন্দোলন করেছি। বিষ্ণুপুরের সাংসদের কাছেও দাবি জানিয়েছি। মঙ্গলবার আমার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ১১কোটি ৩লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দ হয়েছে বলে জানানো হয়েছে। এবার আশা করি, শীঘ্রই সাবওয়ে নির্মাণের কাজ শুরু হবে। এটা হলে বাসিন্দাদের বিষ্ণুপুর শহরে যাতায়াতের সমস্যার সমাধান হবে। এতে আমরা ভীষণ খুশি।

