শহরকে উন্নত করতে প্রয়োজন আধুনিক রাস্তার, জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে উদ্বোধন করা হলো হ্যাপি স্ট্রিটের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : প্রশাসনিক শহর জলপাইগুড়ি, তাই শহরকে উন্নত করতে প্রয়োজন আধুনিক রাস্তার। তাই জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে জলপাইগুড়িতে হ্যাপি স্ট্রিট এর উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়াগোপ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন মেয়র জানান জলপাইগুড়ি আমার পাশের শহর, এবং একজন দক্ষ নাগরিক হিসেবে আমি সব সময় চাইবো একটা শহরের আধুনিকতা বেড়ে যাক। এই যে হ্যাপি স্ট্রিট প্রকল্প এটা একটা শহরকে আধুনিক করবার পক্ষে যথেষ্ট, তৈরি রাস্তা ভবিষ্যতে একটা শহরকে সংগঠিত করে। তাই আমি বলব সব শহরেই এই ধরনের হ্যাপি স্ট্রিট এর আয়োজন করা উচিত। এদিন মেয়র আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধরনের মানুষের কাছে নিজেকে তৈরি রাখেন, তাই এই ধরনের চিন্তাভাবনা শুধু তার মাথার মধ্যেই থাকে। মানুষের পাশে যিনি থাকেন তিনি যে বাংলা যোগ্যতম এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি তার কর্মকাণ্ডের আমি একজন এখনই শ্রেষ্ঠ সৈনিক। তার নির্দেশ মতোই আমি কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *