শহরের বিভিন্ন স্থানে হানা ভুয়ো সিম কার্ড কাণ্ডে , সাইবার থানার পুলিশের হাতে গ্রেপ্তার ৪ অভিযুক্ত , অবশেষে উদ্ধার ৪৯২টি সিম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভুয়ো সিম কার্ড মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার থানা। গভীর রাতে শহরের একাধিক জায়াগায় অভিযান চালায় পুলিশ। সেই সময়ই ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ৫০০টি সিম কার্ড, সাতটি মোবাইল, চারটি বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিন বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের ইতিমধ্যেই আদালতে তোলা হয় ।

এদিকে পুলিশ সূত্রে খবর, একটি মামলার জেরে গভীর রাতে বেলিয়াঘাটা থানা এবং তপসিয়া থানার অন্তর্গত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বেলিয়াঘাটা থানার অন্তর্গত রাজা জন্মঞ্জয় রোডের একটি বাড়ি থেকে সজল মণ্ডল (৩৩), অরিজিৎ রায় (৩৩) এবং মহম্মদ রোজা (২২) কে গ্রেপ্তার করা হয়। তপসিয়া থানার অন্তর্গত তিলজলা রোড থেকে রাজেশ মাহাতো (২৮) নামে আরও যুবকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪৯২টি সিম কার্ড, সাতটি মোবাইল ফোন এবং চারটি বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিন এদিন বাজেয়াপ্তও করে পুলিশ। জানা গিয়েছে বায়েমেট্রিক অথেনটিকেশন মেশিনটিতে আঙুলের ছাপ দেওয়ার জায়গায় আঠার মতো পদার্থ লাগানো ছিল। সেখান থেকেই নিরীহ ব্যক্তিদের আঙুল ছাপ নকল করে সিম চালু করা হত বলে অনুমান পুলিশের। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৬সি, ৬৬ডি, ৪৩ ধারা ৃ এবং ভারতীয় দণ্ডবিধি, ২০২৩-এর ধারা ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *