শহর শিলিগুড়িতে সকাল সকাল বসছে বাজার,ভিড় করছেন বহু সাধারন মানুষজন
শিলিগুড়ি : শহর শিলিগুড়িতে সকালে বসছে বাজার । শিলিগুড়ি শহরে কয়েকদিন ধরে সকাল হতেই বসছে সবজির বাজার। যেখানে ভিড় করছেন বহু সাধারন মানুষজন। অনেকেই আবার এও জানান এবারে সবজির দাম অনেকটাই কমে গেছে। আগের মত আর নেই। আগে যেমন একটা ব্যাপার ছিল, দামের জন্য অতিষ্ঠ হয়ে পড়ছিলেন মানুষ এখন আর সেই ব্যাপারটা নেই। সবজির দাম কমে গেছে অনেকটাই। এদিকে শিলিগুড়ি বিধান মার্কেটের সবজি বাজার এখন প্রচন্ডভাবে জনপ্রিয়। কম দামের মধ্যে ভালো সবজি কিনে বাড়ি ফিরছেন অনেকেই। সকাল হতেই সেই জন্য বাজারে দেখা পাওয়া যাচ্ছে বহু সাধারণ মানুষকে। ভর্তি করে সবজি বাজার করে বাড়ি ফিরছেন অনেকেই।


