শহর শিলিগুড়িতে ওয়ার্ডে ওয়ার্ডে এস আই আর কে নিয়ে ভিড় জমাচ্ছেন বহিরাগতরা
শিলিগুড়ি : ওয়ার্ডে ওয়ার্ডে এস আই আর কে নিয়ে ভিড় জমাচ্ছেন বহিরাগতরা। সমস্যা হচ্ছে নাম খুঁজে পাওয়া না নিয়ে। ২৩ বছর আগে পাড়ায় ছিলেন তারা বর্তমানে থাকেন বাইরে। এস আই আর কে নিয়ে চিন্তা এবং সমস্যায় বহিরাগতরাও। তারা আসছেন ২০০২ সালের ভোটার লিস্ট নিয়ে , তখন তাদের নাম ছিল, অথচ এখন তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সমস্যায় রয়েছে তারাও। এদিকে ভোটার লিস্ট দেখে দেখে নাম খুঁজে বের করা তাদের পক্ষেও চরম মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তারা তাদের পুরানো জায়গায় চলে এসেছেন নিজেদের নাম বের করতে, অনেকেই জানান এত বছর পর কিভাবে সবকিছু ঠিক হবে নিজেরাই বুঝতে পারছি না। তাই ওয়ার্ডে এসেছি। আশা করছি সবকিছু পেয়ে যাব। তবে একই অবস্থা সব জায়গায়, সমস্যা আছে। তবে হয়তো সমাধানও আছে।


