শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো মেয়র কাপ আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা
শিলিগুড়ি : শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিংপুলে শুরু হলো মেয়র কাপ আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব , এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমআইসি এবং কাউন্সিলরেরা।

এদিন মেয়র গৌতম দেব জানান এই সাঁতার প্রতিযোগিতা এবারে যথেষ্ট জনপ্রিয় হবে আশা করি। শিলিগুড়ির মানুষ সাঁতার ভালোবাসেন, কিন্তু এতদিন ধরে শিলিগুড়িতে কোন বড় প্রতিযোগিতা হয়নি। তাই এবার বোঝা যাবে কতটা জনপ্রিয় হতে চলেছে এই সাঁতার প্রতিযোগিতা। যারা যারা এই প্রতিযোগিতাতে নাম দিয়েছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন রইলো । এই প্রতিযোগিতা শিলিগুড়িতে যত জনপ্রিয় হবে তত মানুষের আগ্রহ বাড়বে এতোটুকু আশা করি আমি। আজ সকালে শুরু হয়ে গেছে এই সাঁতার প্রতিযোগিতা। দর্শকদের উপস্থিতি আমি নিজে কামনা করছি এদিন এমনটাই জানান মেয়র গৌতম দেব।