শিলিগুড়িতে উদ্বোধন হবে রাজ্য মহিলাদের ফুটবল প্রতিযোগিতার, সাংবাদিক সম্মেলনে মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : ৪৩ তম রাজ্য মহিলাদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হবে শিলিগুড়িতে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজকে এক সাংবাদিক সম্মেলনে এই কথাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি এদিন জানান মহিলাদের বড় প্রতিযোগিতা বহু বছর পরে শিলিগুড়িতে হচ্ছে, আমাদের উদ্যোগ থাকবে এই প্রতিযোগিতাটিকে সফল করে তোলবার। মোট ১৮টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কোনভাবেই যাকে শিলিগুড়ি সুনাম নষ্ট না হয় সেটা দেখবার দায়িত্ব আমাদের সবার। খেলাধুলা সহ শিলিগুড়িতে, শুধু টেবিল টেনিস এবং ক্রিকেটেই নয় ফুটবলেও ভালো দর্শক হয়, এবং আমরাও যে ভালো ফুটবল দেখতে ভালোবাসি, ফুটবলারকে সমর্থন করি, এবং ফুটবলকে সমর্থন করি সেটা প্রমাণ করে দেখাতে হবে।
মেয়র গৌতম এদিন আরো জানান আমাদের হাতে আরও বেশ কয়েকদিন সময় আছে, এর মধ্যে সব রকমের ব্যবস্থা আমাদেরকে করে নিতে হবে। যাতে অতিথি খেলোয়াড়দের কোন সমস্যার সম্মুখীন হতে না হয়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সারা ভারতের ক্রীড়া প্রেমী মানুষের কাছে পরিচিত, তাই এই স্টেডিয়ামের সুনাম অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের। তাই সব দিক থেকে আমাদের সচেতন এবং তৈরি থাকতে হবে, বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।