শিলিগুড়িতে এক তুমুল বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালো তারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ। এদিন শিলিগুড়ির পানি ট্যাংকি মোড় থেকে এক বিশাল মিছিল বের করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে। ২৬ হাজার যোগ্যদের চাকরি চলে যাওয়া, মুসলিম তোষণ নিয়ে একপ্রকার তৃণমূল সরকারকে বিধলো বিশ্ব হিন্দু পরিষদ। তাদের তরফ থেকে এদিন জানানো হয় , এই সরকার বাংলায় কোনভাবেই আর হিন্দুদের থাকতে দেবেনা। নিজের রাজ্যে পরবাসী হয়ে যাচ্ছে হিন্দুরা। আর কদিন পর হিন্দুদের এই বাংলা থেকে চলে যেতে হবে। তাই আর সময় নষ্ট না করে অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন শুরু করবার আর্জি জানালো বিশ্ব হিন্দু পরিষদ।

এদিন তাদের বিশাল মিছিল শিলিগুড়ির পানির ট্যাঙ্ক মোড় থেকে শুরু হয়ে এসডিও অফিসে গিয়ে শেষ হয়। তাদের তরফ থেকে আরো জানানো হয় , যে রাজ্যে যোগ্যদের চাকরি চলে যায়, সেই রাজ্যের যোগ্যরা কোথায় যাবে ? সুপ্রিম কোর্ট ৩ বছর সময় দিয়েছিল কেন আলাদা করা হলো না যোগ্য এবং অযোগ্যদের। কোন অপরাধ না করে কেন যোগ্যরা সাজা পাবে। আজকে তাদের উপর নির্ভরশীল হয়ে আছে তাদের পরিবারের ৯ থেকে ১০ জন মানুষ। কিভাবে সংসার চলবে তাদের , এভাবে চলা যায় না । কাজেই রাজ্য সরকারকে এর দায় স্বীকার করে নিজের থেকেই সরে যারা যেতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এদিন রাষ্ট্রপতি শাসনের সমর্থনে মিছিল শুরু করা হয়। মিছিলটি প্রায় গোটা শিলিগুড়ি শহরেরই পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *