শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম
শিলিগুড়ি : শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। এদিন তিনি জানান দেশ এবং রাজ্য এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের অবস্থা যে কোন দিকে যাবে কেউই জানেনা। ওয়াকাফ আইন নিয়ে মোঃ সেলিম জানান একটা বিশেষ ধর্মকে সাপোর্ট করে এগিয়ে যেতে চলেছেন, অথবা বলা যেতে পারে এগিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একমাত্র নিজেই বলতে পারবেন তিনি কি করতে চাইছেন, একে চাকরি চলে যাওয়ায় গোটা বাংলা আজকে হতাশার মধ্য দিয়ে এগিয়ে চলেছে।

তিনি আরো বলেন যুবসমাজের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা জানেনা কেউই। তেমনি দেশের অবস্থা , কোথা থেকে কি হবে কেউ বলতে পারবেন না। বিজেপি এবং তৃণমূল দুটি দলই একই পন্থায় চলছে, অথচ সামনে দেখাচ্ছে কেউ কাউকে দেখতে পারছে না। মানুষকে এইভাবে বোকা বানিয়ে কতদিন চলবে? মানুষ যেদিন বুঝবে বা বলতে পারা যায় বুঝতে পারবে সেদিন কিন্তু কেউ ছাড়া পাবে না। আর আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো , এদিন এমনটাই জানালেন মোহাম্মদ সেলিম।