শিলিগুড়ি বাঘাযতীন এথলেটিক্ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে শুভ উদ্বোধন হলো ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের
শিলিগুড়ি : শিলিগুড়ি বাঘাযতীন এথলেটিক্ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে শুভ উদ্বোধন হলো ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের। এদিন এই কোচিং ক্যাম্প এর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব । এমনকি এদিন তিনি নিজে অনেক্ষন ব্যাডমিন্টন খেললেন। জানালেন বাঘাযতীন ক্লাব অনেক পুরানো ক্লাব। এখানে এসে আমি একটা আলাদা অনুভূতি লাভ করি। শিলিগুড়ি শহর খেলাধুলার জন্য বিখ্যাত। আর আমার আশা এখন শিলিগুড়িতে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা আগামীদিনে শিলিগুড়ির নাম উজ্জ্বল করবে।

