শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে ” আয়োজিত হল বাংলার ভোটাধিকার রক্ষা ক্যাম্প
শিলিগুড়ি : ১৪ নম্বর ওয়ার্ডে শ্রাবণী দপ্তর উদ্যোগে ওয়ার্ডের মধ্যেই বসলো বাংলার ভোটাধিকার রক্ষা ক্যাম্প । শ্রাবণী দত্ত মূলত নিজেই এদিন এই ক্যাম্পে বসলেন। তিনি এদিন জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বাংলার মানুষের সুবিধার্থে আমাদের কাজ করে যেতে হবে। আজকে আমাদের এই ক্যাম্পে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন। প্রত্যেকেই একটা উদ্বেগের মধ্য দিয়ে চলেছেন তাই আমাদের সবার জন্য এগিয়ে আসা এবং তাদের জন্য কাজ করে দেওয়া একান্তই প্রয়োজন।

তিনি এদিন জানান আজকে আমাদের এই ক্যাম্পে একেবারে সব ধরনের মানুষ উপস্থিত হয়েছেন । আমি চেষ্টা করব সব ধরনের মানুষই যাতে সুবিধা পায়। আজকে উপস্থিত সব ধরনের কর্মীদের আমি আহবান করেছিলাম , যাতে তারা মানুষকে সাহায্য করতে পারে। এদিন প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ” বাংলার ভোট রক্ষা ” এই ক্যাম্পে। এদিন সকাল থেকেই প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছিলেন এই ক্যাম্পে। কাউন্সিলর শ্রাবণী দত্ত নিজে উদ্যোগ নিয়ে আবেদনপত্র পূরণ করার কাজ নিজেই শুরু করে দেন। তিনি এও জানান যতটা পারা যায় মানুষকে বোঝাতে চেষ্টা করছি। অনেকেই তো বুঝতে পারেন না , তাই তাদের বুঝিয়ে দেওয়া সবচাইতে বড় কাজ, আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই তা পড়ে। এই ক্যাম্প ততদিনে চলবে যতদিন মানুষের প্রয়োজন হবে।

