শিলিগুড়িতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে সানডে হাট
শিলিগুড়ি : করোনার কারনে বন্ধ ছিল। আবার শুরু হয়ে প্রচণ্ডভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সানডে হাট। উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রের প্রধান মহিরুহ রাজ বাসুর উদ্যেগে শুরু হওয়া সানডে হাট এখন জনপ্রিয় শিলিগুড়িতে প্রচণ্ডভাবে বিভিন্ন এলাকা থেকে শাক এবং সবজী ছাড়াও কড়কনাথ মুরগী এখন বিখ্যাত শিলিগুড়ির আনাচে কানাচেতে। জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজার। রাজ বাসু জানালেন তার এই সানডে হাটকে সারা বাংলাতে জনপ্রিয় করতে চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ তাদের তৈরী করা বিভিন্ন জিনিস তৈরী করে আনছেন। তাদের তৈরী করা জিনিস পছন্দ করছেন অনেকেই। রাজ বাসু জানালেন আমার লক্ষ চারিদিকে ছড়িয়ে দেওয়া এই সানডে হাটকে। আমি সারা ভারত ঘুরে বেড়াই এবং বিদেশেও যাই। তার মধ্যে দিয়েই আমি চেষ্টা করছি এই সানডে হাট্ কে উঠাতে চেষ্টা করছি জানালেন রাজ বাসু। মডেলা ইষ্কুলের ভিতরে তৈরী হওয়া এই বাজার আমাদের অনেক সাধের জিনিস। আমি চেষ্টা করছি আমি এই সানডে হাটকে মানুষের কাছে পৌছে দেবার জন্য। শুধুমাত্র দরকার একটু সময়ের জানিয়ে দিলেন রাজ বাসু।