শিলিগুড়ির ১৫নং ওয়ার্ডে আয়োজন করা হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের
শিলিগুড়ি : শিলিগুড়ির ১৫নং ওয়ার্ড এ আমাদের পাড়া আমাদের সমাধান এর আয়োজন করা হল। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার নিজে উপস্থিত হয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের সূচনা করলেন। এদিন মেয়র এর ওয়ার্ড থেকে বহু মানুষ এসেছিলেন এই প্রকল্প এর সুবিধা নিতে। ডেপুটি মেয়র এদিন জানান আমি নিজে দাঁড়িয়ে থেকে এই প্রকল্পের কাজ করলাম। আজকে বুঝতে পারলাম বহু মানুষ আছেন যারা মুখ্যমন্ত্রীর প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত। অনেকেই বুঝতে পারেন না কিভাবে তারা এই সুযোগ এবং সুবিধা পাবেন। পড়াশোনা না জানাদের আরো বুঝতে কষ্ট হয়। অথচ তাদের দরকার সবচাইতে বেশী। আজকে প্রচুর মানুষের আবেদন পত্র পুরন করা হল। শুধুমাত্র ১৫ নং ওয়ার্ডের মানুষের জন্য আজকে এই আমাদের পাড়া এবং আমাদের সমাধান অনুষ্টিত হল। শিলিগুড়িতে মোট ৪৭ টি ওয়ার্ড এই অনুষ্টিত হবে ” আমাদের পাড়া এবং আমাদের সমাধান “। মেয়র থাকছেন আমিও চেষ্টা করছি থাকতে। এদিন এমনটাই জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।


