শীতকালে টয় ট্রেন পরিষেবা আরো আকর্ষণীয় হতে চলেছে শৈলশহর দার্জিলিঙে
নিজস্ব সংবাদদাতা : পর্যটকদের ধুম পড়ে গেছে পাহাড়ে। আর তার একমাত্র কারণ টয় ট্রেন, তাই দার্জিলিং পর্যটন কর্তৃপক্ষ আরো আকর্ষণীয় করে তুলতে চাইছেন টয় ট্রেনের পরিষেবা। পুরো মিউজিক সিস্টেমে চলবে টয় ট্রেন। ট্রেনের মধ্যেই থাকবে সমস্ত রকমের আকর্ষণীয় খাবার। আর স্টেশনে থাকবে ফার্স্ট ফুড এর ব্যবস্থা । এমনকি কোন পর্যটক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বা কোন ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়লে তারও ব্যবস্থা রাখা হয়েছে। টয় ট্রেনের জন্য সব থেকে আগ্রহী ইউরোপের দেশগুলি।ইউরোপের দেশ গুলির কাছে মূলত ভারতের টয় ট্রেন যথেষ্ট আকর্ষণীয়। বিদেশীদের কাছে টয় ট্রেনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই কর্তৃপক্ষ চাইছে যেন যেন প্রকালেন টয় ট্রেনের গুরুত্ব আরো বাড়িয়ে তুলতে। যখন টয় ট্রেনই মূল আকর্ষণ তখন টয় ট্রেনের জন্য খরচ তো করতেই হবে, এমনটাই জানালেন কর্মকর্তারা। নতুন রূপেও দেখা যাবে ট্রয় ট্রেনকে।


