“শুধু শিশু দিবস নয়, আমি শিশুদের পাশে থাকব সারা বছরই”, জানালেন বিশিষ্ট সমাজ সেবী তনিমা ঘোষ
শিলিগুড়ি : চাকরিরতা হয়েও, অনবরত সমাজের সেবা করেন তিনি। শিলিগুড়ির হাকিম পাড়ার বাসিন্দা তনিমা ঘোষ এমনই এক চরিত্র। সব সময় মানুষের পাশে থাকতে তিনি ভালোবাসেন। তিনি জানান, মানুষের সেবা করা মানেই ভগবানের সেবা করা। মানুষের কষ্ট যদি আমি বুঝতে পারি, তবেই তো আমি মানুষ। না হলে মানুষ হয়ে জন্মে কি লাভ। সবাই এক সমান হন না, কিংবা সবার এক ক্ষমতা থাকে না। যাদের ক্ষমতা থাকে তারাই তো করবে। এটাই তো দায়িত্ব, আমি বাচ্চাদের ভালবাসি, বাচ্চাদের পাশে থাকতে ভালোবাসি। আর এই শিশু দিবসের দিনে, আমার যদি কিছু করার থাকে, আমি সেটাই করেছি। এই যে শিশুরা , যারা অসহায় ,ভবিষ্যতের ঠিকানা নেই, বর্তমান ঠিক নেই। আজকে আমি তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি, জানান তনিমা ঘোষ।
তিনি এও বলেন আমি ভবিষ্যতেও সবার পাশেই থাকবো। দরকারে মানুষের পাশে থাকাই একজন মানুষের দায়িত্ব এবং কর্তব্য। শুধুমাত্র এটাই আমি পালন করে চলেছি, এতে আমার কোন কৃতিত্ব নেই। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টাতে হয়, আমি সেটা করেই এই দুস্থ অসহায় শিশুদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, জানান তনিমা ঘোষ,তিনি আরোও বলেন আমি ভবিষ্যতেও এইসব কাজের জন্য নিজেকে তৈরি রাখবো।