শুভেন্দু অধিকারী কে আইনি নোটিশ পাঠালো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারী কে আইনি নোটিশ পাঠালো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক বেদব্রত দত্ত জানান শুভেন্দু অধিকারী বাংলার মোট ৫০ জন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে যে আপত্তিকর মন্তব্য করেছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইনি নোটিশ পাঠাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৌরভ ভাস্কর। যার বিরুদ্ধেও কথা উঠেছে, কিন্তু সে কোনভাবেই শিলিগুড়ি কলেজের সাথে কোনভাবেই জড়িত নয়। এটা সম্পূর্ণ ভুল তথ্য, প্রমাণ করতে পারলে আমরা মাথা নত করে দেব এদিন এমনটাই জানান বেদব্রত দত্ত।

তিনি আরো জানান এইগুলো সম্পূর্ণ তথ্য ভিত্তিহীন কথা। আমরা কিছুতেই এগুলো মানি না। তাই এগুলো আমরা মেনে নেব না। আজকের সাংবাদিক সম্মেলন এই কারণেই, এইসব ভিত্তি কথার উপর ভিত্তি করেই বিজেপি আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, যেটা কোনভাবেই সম্ভব নয়। এদিন বেদব্রত দত্তের সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু যুবকর্মী এবং সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *