শুরু হয়েছে এস আই আর এর কাজ , শিলিগুড়ির পুর এলাকায় দলীয় কর্মীদের সহযোগিতা করছেন সুদীপ্ত জানা
শিলিগুড়ি: এস আই আর এর কাজ চলছে শিলিগুড়িতে। প্রতিটি ওয়ার্ডেই চলছে কাজ, বি এল ও এবং বিএল এরাও অক্লান্ত পরিশ্রম করছেন। প্রত্যেকের কাছে যাতে ফর্ম ঠিক মতো পৌঁছে যায় এমনকি সেটাও দেখছেন তারা। এদিকে শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও দিনরাত পরিশ্রম করে চলেছেন। এবং সামনে থেকে তাদের সহযোগিতা করছেন আরেক তৃণমূল কর্মী সুদীপ্ত জানা।

এদিকে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা জানান তরুণ এই তৃণমূল কর্মী পাশে থাকাতে অনেকেই স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন। কারণ এস আই আর এর কাজ সোজা নয়, আমরা কোনদিন এই কাজ আগে করিনি। তবে সুদীপ্ত থাকাতে একটু সাহস পাচ্ছি, কারণ একটু উনিশ বিশ হয়ে গেলেই মুশকিল।কোথা থেকে কি হয়ে যাবে,প্রশ্নটা যখন মানুষের নাগরিকত্বকে নিয়ে, তখনতো গুরুত্ব দিয়ে কাজ করতেই হবে। তবে সুদীপ্ত থাকলে অনেকটাই সহজ লাগে কাজ। বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সবাইকে বুঝিয়ে দিচ্ছেন, কিভাবে কি করতে হবে তাও বলে দিচ্ছেন। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন, এবং অভয় দিচ্ছেন। এদিকে সুদীপ্ত জানা জানান আমি আমার দায়িত্ব এবং কর্তব্য করে চলেছি। এতে আমার প্রশংসা পাবার কোন ইচ্ছে নেই। সবাই যাতে ঠিকমত কাজটা করতে পারে, এটাই আমি চাই। আর এটাই আমার কাছে এক বড় পাওনা।

