শ্রী শ্রী ছট্ পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ছট্ পুজো কমিটি গুলোর সাথে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শ্রী শ্রী ছট্ পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বিভিন্ন ছট্ পুজো কমিটি গুলোর সাথে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র গৌতম দেব। এদিন রামকিঙ্কর হলে আয়োজিত এই বৈঠকে মেয়র গৌতম দেব জানান সামনেই ছট পুজো । কাজেই ছট ব্রতীদের অনেক দায়িত্ব এবং কর্তব্য। আমি আসন্ন ছট পুজোর জন্য ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই । ওদের সুস্থ জীবন সফল এবং সুন্দর হোক এই আশা রাখি। এদিন তিনি আরো জানান আমি শিলিগুড়ির মেয়র হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য করে যাব । ওদের যা যা লাগবে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে । ছট মাতার কাছে আমি শহর শিলিগুড়ি সমস্ত মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করি। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলররাও।


