সন্ধ্যার পরেই থাকছে না রাস্তার আলো, বিপদে পড়ছেন শিলিগুড়ির শহর বাসীরা
শিলিগুড়ি : সন্ধ্যার পরেই থাকছে না রাস্তার কোনো আলো। যার জেরে চরম বিপদে পড়ছেন শিলিগুড়ির শহরবাসীরা। এদিকে কনকনে ঠান্ডার মধ্যে রাত্রিবেলা আলো না থাকায় , প্রচন্ড ঠান্ডার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ শিলিগুড়িবাসীও । তাদের অনেকেই বলছেন গরমকালে মানা যায়, কিন্তু ঠান্ডার সময় হঠাৎ করে লাইট চলে যাওয়া, এবং অন্ধকারে রাস্তায় পথ চলা সত্যিই এক চরম দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। শিলিগুড়িবাসীরা আরও জানান লাইট নিয়ে সমস্যা অনেক দিন , মাঝে মাঝে ঠিক হয়ে যায়আবার মাঝে মাঝে খারাপ হয়ে যায়। এর দায় কিন্তু নিতে হবে এমাত্র পুরসভাকেই ।


