সময় করে একবার ঘুরে আসুন সিকিমের রাবাংলাতে, এখানে এলে আপনি পাবেন দুর্দান্ত কিছু অনুভূতি
নিজস্ব সংবাদদাতা : ঘুরে আসতে পারেন সারা বাংলা । কিন্তু সিকিমের রা বাংলা একেবারেই অনন্য। শিলিগুড়ি থেকে মাত্র দেড় ঘন্টার পথে পৌঁছে যাবেন রা বাংলাতে। এখানে আপনার সাথে থাকবে দুর্দান্ত সৌন্দর্য। আর এখানকার টুরিস্ট লজ গুলো একেবারে আলাদা। সাধারণ মানে টুরিস্ট লজো এখানে পেয়ে যাবেন। একেবারেই আপনার মনের মত থাকবে। সিকিম থেকে বেশি দূরে নয় রা বাংলা। যেটা শিলিগুড়ির থেকেও অনেকটাই কাছে । আপনার অসুবিধা হওয়ার কথা নয়। গাইডরা আপনাকে সঠিকভাবে পৌঁছে দেবেন। আবহাওয়া অত্যন্ত মনোরম। এখনো অতটা ঠান্ডাও নেই। আপনার কাছে পুরো ব্যাপারটাই সহজ হয়ে উঠবে। বিদেশি রাও প্রচন্ডভাবে আকৃষ্ট হচ্ছেন এই রা বাংলার প্রতি। যেটা একেবারেই আলাদা । সম্পূর্ণভাবে আলাদা। দার্জিলিং বা সিকিমের একঘেয়েমি আপনাকে এখানে কাটিয়ে দেবে অনেকটাই। সেটাইতো সব থেকে বেশি প্রিয় সাধারণ মানুষের কাছে।
