সিকিমের বর্জ্য পদার্থ আসছে শিলিগুড়িতে চরম ক্ষুব্ধ মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : সিকিম নিজেকে পরিষ্কার রাখছে, আর আমাদের নোংরা করছে। মেয়র গৌতম দেব এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই ভাষায় আক্রমণ করলেন সিকিমকে। মেয়র জানান অন্ধকারে অজানায় সিকিম নিজেদের নোংরা আবর্জনা শিলিগুড়িতে এসে ফেলছে। আর এই কাজে তারা নিযুক্ত করেছে বেশ কয়েকজন স্থানীয় মানুষকে।
মেয়র আরো জানান আমি অবাক হয়ে গেলাম, কিভাবে সিকিমের মত একটা রাজ্য এই ধরনের কাজ করতে পারে। ওরা নিজেদের পর্যটনকে আরো উঁচু জায়গায় নিয়ে যেতে চায় ভালো কথা।, কিন্তু তা বলে অন্য একটা শহরকে নোংরা করে, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে আমি এবার দেখছি কি পদক্ষেপ নেওয়া যায়। মেয়র এদিন আরো বলেন , পরিছন্নতা ভালো কথা , সব দেশ এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটাই আসল চিন্তাভাবনা। তবে অন্য শহরকে নোংরা করে? এখন কত আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে, যেটা দিয়ে সমস্ত কাজ করা যায়, আমার নিজের জায়গাকে পরিষ্কার রাখতে অন্য জায়গায় আবর্জনা ফেলবো, এটা কিভাবে সম্ভব। আমি মনে করি , সিকিমে ভালো মানুষ আছেন, ভালো চিন্তা করার মানুষ আছেন, তাও একবার এই ব্যাপারটা ভেবে দেখুক। কিভাবে নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়। সিকিম থেকে শিলিগুড়ির দূরত্ব তো কম নয়, এত দূরে এসে শিলিগুড়িতে ময়লা ফেলা, এ এক বিস্ময়কর ব্যাপার। আমার ধারণার বাইরে, কোন সভ্য জায়গায় এই ধরনের কার্যকলাপ হয় বলে আমি শুনিনি কখনো। সিকিম, এর সাথে ভারতের সম্পর্ক সুন্দর, আমিও চাই এই সম্পর্কটা সঠিক থাকুক, তবে সিকিম যেন নিজেদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হয়। তবে সবকিছু ঠিক থাকবে। মেয়র গৌতম দেব আরো জানান, সিকিম নিজের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছে ভালো কথা, তবে আমাদের শিলিগুড়িকে কেন নোংরা করছে?