সিদ্ধ ডিম বিক্রি করে লাখপতি জলপাইগুড়ির অয়ন রায়
জলপাইগুড়ি : ডিম সিদ্ধ বিক্রি করে লাখপতি। আর হ্যাঁ এমনটাই ঘটেছে জলপাইগুড়ির রায়কত পাড়ায়। ডিম বিক্রেতা অয়ন রায়ের ডিমের দোকান ঠিক জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। সেখানেই গত ১২ বছর ধরে ডিম বিক্রি করে সংসার চালাচ্ছেন অয়ন রায়। তার বাড়িতে আছে বৃদ্ধ বাবা মা , স্ত্রী শশুর শাশুড়ি ছাড়াও এক ছেলে এবং এক মেয়ে। বোনের বিয়ে হয়ে গেছে এবং ভাই পড়ছে।

অয়ন রায় জানান প্রথম প্রথম ব্যবসা এতটা ভালো ছিল না , ডিম মানে সিদ্ধ ডিম বিক্রি করে মাসে দুই থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা আয় করি। আমার দোকানে দুজন কর্মচারী আছে , তাদের সংসারও আমি দেখি , জানান অয়ন রায়। তিনি আরো জানান এখন আমার ডিম খেতে , মানে আমার দোকানের ডিম খেতে বাইরে থেকে মানুষ আসেন। আর এটাই আমার পরম প্রাপ্তি, বললেন অয়ন রায়। তিনি আরো জানান আমার ইচ্ছে আছে আরো দুটো দোকান করার। ব্যবসা থাকবে একটাই। আর আমি করবোই জানালেন তিনি।