সুন্দরবনের ‘ইলিশ উৎসব’-এর মত এবার ডুয়ার্সে শুরু হচ্ছে ” মাছের উৎসব “
নিজস্ব সংবাদদাতা : সুন্দরবনের ‘ইলিশ উৎসব’-এর কথা প্রায় সকলেই জানে। এক দশক আগে শুরু হওয়া ওই উৎসব বর্তমানে ভালো খ্যাতি পেয়েছে। একইসঙ্গে খাওয়া এবং ঘোরার বিভিন্ন প্যাকেজে ভালো ব্যবসা করছেন ওই এলাকার পর্যটন ব্যবসায়ীরা। একইরকমভাবে ডুয়ার্সে ‘নদীয়ালি মাছের উৎসব’ এর কথা ভাবছেন এই চত্বরের পর্যটন ব্যবসায়ীরা।

একদিকে এই মাছ উৎসবে যেমন থাকবে ডুয়ার্সের বিভিন্ন নদীর মাছ দিয়ে পর্যটকদের আপ্যায়ন করা। আবার অন্যদিকে থাকবে মাছ পরিচিতি, জঙ্গলের আশপাশে ঘোরা, স্থানীয় বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, ইত্যাদি থাকবে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই নিয়ে আলোচনা শুরু করেছেন। মূলত বর্ষায় ব্যবসার উন্নতি হয় বলে জানিয়েছেন তারা। অনেক পর্যটকই আছেন যারা মাছ খেতে ভালোবাসেন, বিশেষ করে বাঙালিরা তো মাছ অন্তপ্রাণ। তাদের কথা ভেবেই মাছ উৎসব করতে আগ্রহ প্রকাশ করেছেন ডুয়ার্সের পর্যটনের সাথে জড়িত ব্যক্তিত্বরা।এমনকি এও জানা গেছে এই মাছ উৎসবে থাকবে নানা ধরনের মাছের সম্ভারও । যেখানে থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন ধরনের মাছ। অনেকেই আছেন যারা মাছের চাষ করতে আগ্রহী ,তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে এই মাছের উৎসবে।