স্বামীর খোঁজে বেরিয়ে গলির ভিতর রহস্যমৃত্যু ১ নার্সের ! ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মহেশতলার ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : বাড়ি থেকে কিছুটা দূরে নর্দমার ধারে কাদার মধ্যে থেকে উদ্ধার হল এক নার্সের দেহ। ভোর রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জবতলা এলাকায়। মৃতার নাম শিল্পী বিবি (৩৮)। তাঁর পাশেই পড়েছিল মোবাইল ফোন ও ব্যাগ। পরনের পোশাক অক্ষত থাকলেও পায়ে ছিল একপাটি জুতো। শরীরের কোথাও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিস জানিয়েছে। মৃতার স্বামীর অভিযোগ, স্ত্রীকে খুন করা হয়েছে। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পরই খুন নাকি আত্মহত্যা, তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক। তবে দেহটি যে অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে আত্মহত্যার সম্ভাবনা কম বলেই জানা গেছে ।

জানা গিয়েছে, ওই নার্সের স্বামী ও দুই সন্তান রয়েছে। শনিবার রাতে শিল্পীর স্বামী বাটা মোড়ে মহরমের লাঠিখেলা দেখতে গিয়েছিলেন। রাত হয়ে গেলেও স্বামী না ফেরায় চিন্তায় পড়েন স্ত্রী। রাত ২টো নাগাদ তিনি বেরিয়ে স্বামীকে খুঁজতে যান। এদিকে, রাত আড়াইটে নাগাদ বাড়ি ফেরার পথে স্বামীকে পাড়ার লোকজন ফোন করে জানান, তাঁর স্ত্রী গলির ধারে নর্দমার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তড়িঘড়ি তিনি ফিরে এসে স্ত্রীকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যে বাড়ির সামনে ওই নার্সের দেহ পাওয়া গিয়েছে, তার মালিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিস।