হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হল ছাত্রীর দেহ, অবশেষে গ্রেফতার হল আবাসিক স্কুলের অধ্যক্ষ
বেস্ট কলকাতা নিউজ : পাঁশকুড়া ছাত্রী মৃত্যুর ঘটনায় গ্রেফতার পাঁশকুড়া বীণাপাণি গুরুকুলের অধ্যক্ষ অমলেশ দাস। গত সোমবার উত্তর মেচগ্রামে ছাত্রীনিবাসের বাথরুমের মধ্যে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়ায়। ওই ছাত্রীনিবাসের অধ্যক্ষকের শাস্তি ও ছাত্রীনিবাস বন্ধের দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে অধ্যক্ষের শাস্তির দাবিতে প্রকৃত তদন্তের দাবি তুলে ওই ছাত্রী নিবাসে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া থানায় এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই মৃত ছাত্রীর মা। এই সেই অভিযোগের ভিত্তিতে অমলেশ দাস ওরফে তুফানকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। স্বাস্থ্য পরীক্ষা করে তোলা হবে তমলুক আদালতে।
আরো জানা গিয়েছে, ওই ছাত্রী পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডার বাসিন্দা ছিল। ওই ছাত্রী আবাসিক স্কুলেরই একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি নাচ ,আবৃতি সহ সব বিষয়ে পারদর্শী ছিল। খুবই মেধাবী ছাত্রী ছিল সে। এদিকে পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই সহপাঠীদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল।পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষের গাফিলতিও ছিল। সোমবার সকাল নাগাদ ছাত্রী নিবাসেরই শৌচালয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা।