১যুবক মোবাইলের কিস্তির পাওনা টাকা চাইতে গিয়েছিলেন বন্ধুর কাছে , অবশেষে ওই যুবকের বাবা ‘খুন’ হল তারই সেই বন্ধুর হাতে
বেস্ট কলকাতা নিউজ : মোবাইলের কিস্তির পাওনা টাকা চাইতে যাওয়ায় বন্ধুর বাবাকে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বন্ধু এবং তারই পরিবারের লোকজনের বিরুদ্ধে। গুরুত্ব আহত হয় তিনজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার আছুয়া গ্রামে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম আসগর শেখ(৫২)। তাঁর বাড়ি ফারাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার বিশাল বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মৃত আসগর আলির ছেলের সঙ্গে প্রতিবেশী যুবক রেহেশান আলির বন্ধুত্ব ছিল। মাস ছয়েক আগেই বন্ধু রেহেসান আলিকে নিজের কার্ড ব্যবহার করে কিস্তিতে একটি মোবাইল কিনে দেন আসগর আলির ছেলে। কিন্তু মোবাইল কিনার পর ঠিকমতো কিস্তির টাকা দিচ্ছিলেন না রেহেশান। বিষয়টি নিয়ে রেহেসানকে একাধিকবার বলেও কাজ হয়নি।
এদিকে নতুন করে বন্ধু রেহেসানের কাছে জুলাই মাসের কিস্তি জমা করার জন্য টাকা চাইতে যান আসগর সেখের ছেলে। কিন্তু তাতেই রাগ হয় রেহেসান আলির। অভিযোগ, হাঁসুয়া-লাঠি নিয়ে বন্ধুর বাড়িতে চড়াও হয় রেহেসান। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আসগর। গুরুতর জখম হন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই ফারাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে অবশেষে এদিন পাঠানো হয় ময়নাতদন্তে ।