২৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি, SIR-এর সৌজন্যে মুখে হাসি ফুটল হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী সান্ত্বনা দত্তর
হাবড়া: ১৯৯৯ সালে তাঁদের ছেলে তরুণ দত্ত ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর কোনও খোঁজ মেলেনি। SIR-এর পর্ব শুরু হতেই প্রশান্তবাবু তাঁর নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমা দেন। এরপরই ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে হাবড়া ২৫৯ পার্টের বিএলও দেখেন তরুণের নাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় রয়েছে। খোঁজখবর নিয়ে জানা যায়, তরুণ ওই এলাকার ভোটার। এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ২৬ বছর পর সন্তানের খোঁজ মেলায় খুশি বৃদ্ধ দম্পতি।

তারা জানান আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পেলাম। কি বলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। এত বছর পর নিজের সন্তানকে ফিরে পাবার যে কি আনন্দ এটা যার যায় সেই বুঝতে পারে। আমাদের জীবনের এখন উদ্দেশ্য থাকলো না। যে জিনিস আমরা পেয়ে গেছি তাতে আর আমাদের কিছু পাওয়ার থাকে না। এদিকে যাকে তারা ফিরে পেলেন সেই ছেলেও জানালো আমি অনেক ভাগ্য করে জন্মেছিলাম যে কারণে আমার জীবনে সৌভাগ্য ফিরে আসলো তাই আমি এখন নতুন পরিচয় নিয়ে নতুন জীবনে আবার বাবা মায়ের সাথে আনন্দে কাটাতে চাই।

