৩০ টাকার লটারি কেটে কোটিপতি হলেন ফুলবাড়ীর মাছ বিক্রেতা এই মহিলা
শিলিগুড়ি : ৩০ টাকার লটারি কেটে ভাগ্য বদল মাছ বিক্রেতা দিপু রানী দাস।জিতলেন ১ কোটি টাকা । শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ১ নং অঞ্চলের ভালোবাসা মোড়ে মাছ বিক্রি করেন ওই মাছ বিক্রেতা। তিনি লটারি কেটে কেটেছিলেন। ৩০ টাকা দিয়ে। অবশেষে লটারির রেজাল্ট বের হওয়ার পরে তিনি জানতে পারেন তিনি এক কোটি টাকা পেয়েছেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেন নি, তার স্বামী লটারির টিকিট টি নিয়ে খোঁজ করে জানতে পারেন , সত্যি সত্যি তার স্ত্রী এক কোটি টাকা পেয়েছেন। পরে আনন্দে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে।

তিনি আরও জানান বড় কষ্ট করে আমরা সংসার চালাই। আমার স্বামী টোটো চালান। ভালো হলো এই টাকা পেলাম। এই টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমরা খরচ করতে পারবো। শরীর খারাপ হবে, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে পারবো। আর কিছু বাকি আছে সেই টাকাগুলো শোধ করবো। আর মাছ বিক্রি? ওটা তো করতেই হবে , ওটা করতে করতেই তো আজকে এই সুখবর পেলাম।