৩৩ জন পুণ্যার্থীকে নিয়ে যাচ্ছিল ভদ্রাচলমের রামমন্দিরে, অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলায় খাদে পড়লো যাত্রী বোঝাই বাস
নিজস্ব সংবাদদাতা : ৩৩ জন পুণ্যার্থীকে নিয়ে ভদ্রাচলমের রামমন্দির যাচ্ছিল একটি বাস। এদিন শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলার চিন্টুর–মারেদুমিল্লি ঘাট সড়কের রাজুগরিমেটা মোড়ে লাল রঙের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এদিন বাসটি খাদে এমনভাবে আটকে যায় যে উদ্ধারকাজ চালাতে গিয়ে ব্যাপক হিমশিম খেতে হয় স্থানীয় মানুষজন এবং প্রশাসনকেও। ৯ জনের দে*হ উদ্ধার হয়। এদিকে পিটিআইকে পুলিশ সুপার অমিত বরদা জানান, “ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে । ৯ জনের মৃত্যু হয়েছে, ২২ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক।


