অংক নিয়ে কিছু করতে চাই ,জানালো বালুরঘাট কলেজের ছাত্র দীপ মাহাতো, খুশি তার পরিবারও
বালুরঘাট : কৃষক পরিবারের সন্তান৷ অভাবের সংসার৷ এবার সেই কৃষক পরিবারের ছেলে সুযোগ পেল ইন্ডিয়ান অ্যাকাডেমিক অফ সায়ন্সের সামার রিসার্চ ফেলোশিপ অনুষ্ঠানে অংক নিয়ে রিসার্চ করার। দেশের মোট ১২২ জন শিক্ষক এবং ছাত্রছাত্রী ওই গবেষণার সুযোগ পেয়েছে। যার মধ্যে অন্যতম বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর এলাকার বালুরঘাট কলেজের ছাত্র দীপ মাহাতো।

জানা গিয়েছে, দীপ ছোট থেকেই পড়াশোনায় ভালো। দীপের বাবা দীপক মাহাতো পেশায় কৃষক। দীপ বালুরঘাট কলেজে অংক নিয়ে পড়াশোনা করছে। বর্তমানে সে চতুর্থ সেমিস্টারের পড়ছে। এবছর ইন্ডিয়ান অ্যাকাডেমিক অফ সায়েন্সের অনুষ্ঠানের যাওয়ার জন্য আবেদন করেছিল দীপ। শুধুমাত্র দীপ নয়, বালুরঘাটের অনেকেই এই আবেদন করেছিলেন। তবে বালুরঘাট তথা জেলার একমাত্র দীপ মাহাতো এই সুযোগ পেয়েছে। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্স ইনস্টিটিউটে অংক নিয়ে গবেষণা করবে দীপ। মোট ৫৬ দিনের জন্য গবেষণামূলক কাজ করার সুযোগ পাবে সে। আগামী মে মাসে গবেষণার জন্য কলকাতায় যাবে দীপ। এমনকি গবেষণার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে স্কলারশিপ প্রদান করা হবে। এমন খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া ছড়িয়েছে বালুরঘাট কলেজে।
এনিয়ে দীপের অভিমত, ‘আমি প্রথমবার এই গবেষণার জন্য আবেদন করেছিলাম। প্রথমবারেই আমি গবেষণার সুযোগ পেয়েছি৷ তাই খুব ভালো লাগছে। ৫৬ দিন কলকাতায় গবেষণা করব। যা আগামীদিনে অংক নিয়ে পড়াশোনা করতে সুবিধা হবে৷’ এদিকে দীপের বাবা দীপক মাহাতো বলেন, ‘ছেলে পড়াশোনায় বরাবরই ভালো। সে এতো বড় সুযোগ পাবে আমরা ভাবতেই পারিনি, আমরা গর্বিত ওর জন্য।