অনলাইনই শেষ করছে তাদের বাজার, এক চরম আশঙ্কায় শিলিগুড়ির জামা কাপড়ের ব্যবসায়ীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পুজো আসতে আর মাত্র চার সপ্তাহ কিংবা তার থেকে একটু বেশি, জামা কাপড় এর দোকান এবং অন্যান্য দোকান একেবারে খা খা করছে। দোকানে বিক্রি নেই একেবারেই, বিক্রেতারা জানিয়েছেন এতটা খারাপ হওয়ার তো কথা না, মানছি মানুষের সমস্যা প্রচুর, চাকরি চলে যাচ্ছে, ব্যবসাও একেবারে নেই তবুও এতটা খারাপ। তবে বিক্রেতারা এর জন্য দায়ী করছেন একমাত্র অনলাইনকে।

এদিকে ঘরে বসেই অর্ডার করে জিনিস পেয়ে যাওয়ায় আর মার্কেটে আসছেন না প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ। আমাদের প্রচন্ড খারাপ অবস্থা, এমনটাই জানালেন শিলিগুড়ির বিধান মার্কেটের এক শাড়ির দোকানের মালিক। তিনি জানালেন কিছু মানুষ অনলাইনে জিনিস কিনছে, আবার অন্যরা মলে যাচ্ছে, আমাদের ওখানে লোক হবে কিভাবে? দিনের পর দিন আমাদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। আগে চা বাগান, এবং অন্যান্য জায়গা থেকে মানুষ আসতো, এখন সেটাও আসে না কিভাবে আমরা ব্যবসা করব বুঝতে পারছি না। পুজো আসতে আর বেশি দেরি নেই, ব্যবসার অবস্থা প্রচন্ড খারাপ। আগে বিধান মার্কেট বিখ্যাত ছিল, এখন সন্ধ্যায় মানুষ খুঁজে পাওয়া যায় না। এভাবে চলতে যখন আমাদের হবে তখন আর ব্যবসা করে কি হবে? মহাজনকেও তো টাকা দিতে হবে , এক চরম দোলা চলে এখন বিধান মার্কেট এবং অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরাও । তারা জানান মানুষের মন উঠে গিয়েছে, আমাদের না খেয়ে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *