অনলাইন সংবাদ মাধ্যম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে
মানিক চৌধুরী : অনলাইনের মাধ্যমে মানুষ তাৎক্ষণিকভাবে সব খবর পাচ্ছে। ২৪ ঘণ্টাই সর্বশেষ তরতাজা তথ্য দিচ্ছে। দিনের ঘটনার বাইরে রাতের তিনটায় যদি কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটে তা যেমন আসছে তেমনি ভোর পাঁচটার ঘটনাও। সবচেয়ে বড় কথা, অনলাইনের সংবাদ দ্রুত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।