অনিচ্ছাকৃত ভুল হয়েছিল আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ করাটা , হাইকোর্টে ক্ষমা চাইলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল
(***) কলকাতা ১ রাজ্য (৩)
বেস্ট কলকাতা নিউজ : আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার নির্যাতিতার নাম প্রকাশের ঘটনায় কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল ৷ বৃহস্পতিবার আইনজীবী মারফৎ হাইকোর্টের বিচারপতিদের তিনি চিঠি পাঠিয়েছেন । ‘অনিচ্ছাকৃত ভুলের জন্য’ ক্ষমা চেয়ে ও দুঃখ প্রকাশ করে বিনীত গোয়েল চিঠি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে । এই চিঠি পাওয়ার পর ডিভিশন বেঞ্চ বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করে দেন । তবে আদালত মনে করে, পুলিশের মতো বাহিনীর এমন ঘটনায় অভিযুক্ত হওয়া বাঞ্ছনীয় নয় । তাই রাজ্য পুলিশের ডিজি-কে, তাঁর বাহিনীর অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত ।

এদিন প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবীরা এই মামলার আবেদনকারী আইনজীবীর মামলা করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন । একইসঙ্গে, তিনি তাঁর মামলার নথিতে আরজি করের নির্যাতিতার পরিচয় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন বলেও অভিযোগ করা হয় । সব দিক খতিয়ে দেখে আদালত জানায় , প্রাক্তন সিপির উত্তেজনার বশে নাম বলে ফেলার মধ্যে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ছিল না । তবে এটা বাঞ্ছনীয় নয় । তাই মামলার নিষ্পত্তি করে রাজ্য পুলিশের ডিজি-কে বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের পরামর্শ, এধরনের বিষয়ে বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া বা ওয়ার্কশপ করানোর দরকার আছে ।