অনুষ্টিত হলো শিলিগুড়ি মিত্র সম্মিলনী কর্তৃক আয়োজিত ‘কবি প্রণাম অনুষ্ঠান
শিলিগুড়ি : শিলিগুড়ির মিত্র সন্মিলনীতে একযোগে অনুষ্ঠিত হল নজরুল -রবীন্দ্রজয়ন্তী। এক বর্নময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সমস্ত কলাকৌশলীরা। এবং উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে আসা সঙ্গীত শিল্পী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে আছেন মূলত বিভিন্ন শিল্পী এবং কলাকৌশলীরা। এদিন মেয়র জানান আমাদের শিলিগুড়িতে অনেক শিল্পী এসেছেন যাদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। একেকজন বিভিন্নভাবে শিলিগুড়িকে গর্বিত করেছেন। আর আমাদের কাছে রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পদ। তাই তাদের অনুষ্ঠান করা আমাদের কাছে অত্যন্ত ভাগ্যের বিষয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডের ছোট ছোট শিল্পী এবং কলাকৌশলীরা। নৃত্যের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ির দুটি বাংলা মাধ্যম ইষ্কুলের ছাত্রছাত্রীরা। দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মেয়র জানান আমাদের শিলিগুড়ি শহরে ভালো ভালো শিল্পী এবং কলাকৌশলী আছেন। তাদের প্রতিভা দেখতে পাওয়া যায় এই সব দিনেই। আগামীদিনে আরো বড় ধরনের অনুষ্ঠান করতে চলেছি আমরা।